• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

এমপি সাইফুলের নেতৃত্বে স্বস্তিতে সাভার বাসী

  • ''
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৪

সাভার সংবাদদাতা:

নবনির্বাচিত এমপি সাইফুলের নেতৃত্বে স্বস্তিতে সাভার বাসী। এমনটাই মনে করছেন সাভার আশুলিয়ার সর্বস্তরের জনগণ। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) থেকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে দেশবাসীকে চমকে দিয়েছিলেন সাইফুল ইসলাম। চমকে দেয়ার  কারণ ছিল, সংসদ নির্বাচনের আগে তিনি পদ ছেড়েছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। তখন সাভারের অনেকেই এই দুঃসাহস কে দেখেছিলেন ভিন্নভাবে। কারণ তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের মত শক্তিশালী ব্যক্তিরা।

এই প্রশ্নের জবাবে সাইফুল ইসলামের কাছের লোকেরা তখন বলেছিল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস,মনের জোর এবং জনগণের ভালোবাসা নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে লড়বেন মুহাম্মদ সাইফুল ইসলাম। যার ফলাফল ছিল আকাশচুম্বী। প্রতিদ্বন্দ্বী সবাইকে পরাজিত করে সারাদেশে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। হয়েছেন দেশের সবচেয়ে জনবহুল অঞ্চলের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরের দিনই তিনি ঘোষণা দিয়েছিলেন চাঁদাবাজি, দখলদারিত্ব এবং দুষ্কৃতিকারীদের কোন ছাড় নেই।

তার ঘোষণার সাথে সাথেই বন্ধ হয়ে যায় সাভারের চিহ্নিত কিছু এলাকার চাঁদাবাজি। তিনি সাভারের ফুটপাতকে দখল মুক্ত করেছিলেন এক হুংকারেই। ফলে ,স্বস্তি ফিরেছিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায়। তাছাড়া বিভিন্ন এলাকায় যে খন্ড খন্ড চাঁদাবাজির দৃশ্য দেখা যেত তিনি নির্বাচিত হওয়ার পরে সে দৃশ্য এখন আর দেখা যায় না।

সাভারের রাজাশন এলাকার বাসিন্দা আব্দুল মোত্তালিব (৬০) বলেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এত অল্প সময়ের মধ্যে কিভাবে দখল চাঁদাবাজির চিহ্নিত অঞ্চল সাভারকে তিনি শান্ত করে ফেললেন। নতুন এমপি তাদেরকে শান্তিতে রেখেছেন বলে দাবি করেন তিনি। এই বক্তব্য শুধু তার একার নয়, সাভার আশুলিয়া বাসির। সম্প্রতি, সাইফুল ইসলাম বলেছেন, কোথায় কোথায় উন্নয়ন করতে হবে সেগুলো আমার জানা আছে ।পর্যায়ক্রমে সাভার আশুলিয়াকে নিঃসন্দেহে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাব ইনশাল্লাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads